নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে আপনাকে স্বাগতম
বিভিন্ন সুত্রের ভিত্তিতে জানা যায় যে, ষাটের দশকে বিদ্যালয়ের মূল বিল্ডিং এনিমি প্রোপারটি ছিল। ঐ সময়ে বিল্ডিংটি মহকুমা প্রশাসক অফিসের থার্ড (ঞযরৎফ) অফিসারের কোয়াটার হিসাবে ব্যবহৃত হতো। ১৯৬৭ সালের প্রথম দিকে জনৈক সরকারী কর্মকর্তা নকল কাগজ সৃষ্টি করে এই সম্পত্তিটি আত্মাসাতের ষড়যন্ত্র করছিলেন। বিল্ডিং সংলগ্ন প্রতিবেশী তৎকালীন মহকুমা প্রশাসক অফিসের নাজির ছিলেন মরহুম আব্দুল লতিফ। উনি বিষয়টি জানতে পেরে তৎকালীন নাটোরের নেতৃবৃন্দ মরহুম আব্দুল সাত্তার খাঁন, চৌধুরী মরহুম কাজী আব্দুল মজিদ, প্রয়াত বাবু শংকর গোবিন্দ চৌধুরী প্রমুখকে অবহিত করেন।